রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

প্রজ্ঞাপনের প্রথম দিনেই দেরিতে অফিসে আসলেন  উপজেলা কর্মকর্তারা 

আরো খবর

অভয়নগর  প্রতিনিধি

ঘড়ির কাঁটায় সকাল ৮টা ২০ মিনিট। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম এর অফিস তালাবদ্ধ। অফিস সহকারীর সাথে কথা বললে তিনি বলেন, স্যার এখনো আসেনি। পথে রয়েছেন। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম এর সাথে মুঠোফোনে সকাল ৮টায় অফিস শুরুর কথা জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম দিন তাই একটু দেরি হয়ে গেছে। তবে এই শিক্ষা কর্মকর্তা প্রায়ই অফিসে দেরিতে আসেন বলে অভিযোগ রয়েছে। এ চিত্র অভয়নগর উপজেলার অধিকাংশ সরকারি অফিসের। এখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকার নির্ধারিত সময়ে অফিস করছেন না। এমন অভিযোগ অনেক দিনের। অনেকে আবার নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করছেন।
বুধবার সকাল সাড়ে ৭ টা থেকে ৯টা পর্যন্ত উপজেলা পরিষদে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে। ৮টা ৩০ মিনিটে উপজেলা হিসাবরণ কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায় তার কক্ষে ফ্যান চলছে। অথচ উপজেলা হিসাবরণ কর্মকর্তা আশিকুর রহমান তখনও অফিসে আসেননি। তিনি যশোর থেকে আসেন। মোবাইল ফোনে আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার অফিসে আসতে ১০-১৫ মিনিট দেরি হবে। আপনি চা খেয়ে যাবেন।
এদিকে উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তাকেও অফিসে দেখা যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার এক স্টাফের ডেঙ্গু জ্বর হয়েছে। তাকে আমি দেখতে এসেছি। সকাল ৮টা ৩৫ মিনিট । উপজেলা পরিসংখ্যান অফিস তালাবদ্ধ। একটু পরেই একজন লোক দ্রুত গতিতে এসে অফিস খোলেন। তিনি নিজেকে অফিসের পিয়ন পরিচয় দিয়ে বলেন, সাইকেলের চাকা লিক হওয়ার কারনে একটু দেরি হয়ে গেছে। অফিসের আর কোনো কর্মকর্তা-কর্মচারী তখনও আসেননি। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিলন কুমার ঘোষের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সার্ভের কাজে যশোরে আছি।ঘন্টাখানিক পরে অফিসে আসবো।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসের প্রধান গেটের তালা পৌনে ৯টায় ও খোলা হয়নি। বাইরে কিছু সেবা গ্রহিতারা বসে আছেন মাটিতে। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের মুঠোফোনে সকাল ৮টায় অফিস খোলার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি ট্রেনিং এ আছি। মেইন গেটের তালা খোলার বিষয়ে আবার জানতে চাইলে ‘ওরা আসবেনে’ বলে ফোন কেটে দেন। তবে ট্রেনিং এর বিষয়ে নির্বাহী কর্মকর্তা মহোদয় জানেন না।
সকাল ৯ টার সময় উপজেলা প্রকৌশলী কর্মকর্তার অফিস খোলা অথচ কর্মকর্তা তার অফিসে নেই। এসময় মোবাইল ফোনে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এসএম ইয়াফি এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ট্রেনিংয়ে আছি। সকাল ৮টায় অফিসে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিস ওই রকম না।চেয়ার টেবিলে বসে অফিস করতে হয় না। বাইরে ভিজিট করতে হয়।
সরকার বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি পূরণে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে সরকারি অফিস, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যাংকসমুহের কার্যকালের সময়সুচী পুন:নির্ধারণ করেছে। গত সোমবার মন্ত্রীপরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে গতকাল বুধাবর থেকে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল ৮ থেকে বিকাল ৩টা পর্যন্ত। সব তফশিলি ব্যাংকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি একদিন বাড়িয়ে ২দিন করা হয়েছে। এখন থেকে শুক্র ও শনিবার শিাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অথচ সরকারী প্রজ্ঞাপন জারির প্রথম দিনে এই উপজেলার বেশির ভাগ কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত হতে পারিনি।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন প্রজ্ঞাপনে সকল কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৮টার মধ্যে অফিসে উপস্থিত হতে হবে । তবে সরেজমিনে দেখা গেছে,অধিকাংশ অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তারা আসেননি। সকাল ৮টায় অফিসে আসার বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগই সাড়ে ৮টা থেকে ৯টার দিকে এসেছেন । এ সুযোগ নিয়ে অনেক অধস্তন কর্মচারীরাও নির্ধারিত সময়ে অফিসে আসেনি ।
এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন জানান, উপজেলা পরিষদের সব কর্মকর্তা-কর্মচারীকে সরকার নির্ধারিত সময় মেনে অফিস করার নির্দেশ দেওয়া আছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ