নিজস্ব প্রতিবেদক:প্রতারণার অভিযোগে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জারিকারক তুহিন হোসেনসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সদরের ইছাপুর গ্রামের বিমান বাহিনীর অবসর প্রাপ্ত কর্মচারী হাসেম আলী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
অপর আসামিরা হলো, সদরের মঠবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্যা ও তার স্ত্রী রহিমা খাতুন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালে বাদীর একটি জমি নিয়ে আসামি রহিমা খাতুন যশোর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগে মামলা করেন। এ মামলার ২১ জন বিবাদীর মধ্যে ২০ জনের বাড়ি মঠবাড়িয়া গ্রামে। ১৩ নম্বর বিবাদীর বাড়িতে যেয়ে নোটিশ না দিয়ে উৎকোচ নিয়ে অপর দুই বিবাদীকে স্বজন বানিয়ে তাদের হাতে নোটিশ প্রদান করেন। আসামি রহিমা খাতুন ২০১৭ সালের ৫ জুন আদালত থেকে রায় ডিক্রি লাভ করেন। এতে হাসেম আলীর চরম ক্ষতি হয়। এখন আসামি রহিমা খাতুন ও তার স্বামী বাদীর জমি দখলের চক্রান্ত করছেন। একই সাথে ট্রাইব্যুনালের রায় ডিক্রি দেখিয়ে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছেন। #

