শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

প্রথমবারের মত কেশবপুর কামিল মাদ্রাসায় ছাত্র দলের কমিটি গঠিত

আরো খবর

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা প্রতিষ্ঠার ৭০ বছর পর প্রথমবারের মতো গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি।

বুধবার যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী এর যৌথ স্বাক্ষরে ওই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ এর নাম ঘোষণা করা হয়েছে ।

 

নতুন কমিটির সভাপতি ’তবিবুর রহমান বলেন,বিএনপির ভাতৃপ্রতিম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম,সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে কাজ করছে।এছাড়াও ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়ায়ে সম্মুখ সারিতে ছিলো’।

’আমি ছোট থেকেই মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী’। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের অর্পিত দায়িত্ব সততা ও ইনসাফের মাধ্যমে পালন করতে সচেষ্ট থাকব। তাকে সভাপতি করায় তিনি ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন’।

আরো পড়ুন

সর্বশেষ