নিজস্ব প্রতিবেদক:যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার
আরশাদ পারভেজ ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার খুলনার জনসভায় উপস্থিত ছিলেন।
একই রঙের টিশার্ট ও ক্যাপ পরে জনসভায় পৌঁছালে ভিন্ন রকম পরিবেশের
সৃষ্টি হয়। স্থানীয় নেতাদের পাশাপাশি সহজেই নজর কাড়ে কেন্দ্রীয় নেতাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউস মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সেখানে যশোর-৪ আসনের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং বসুন্দিয়া
ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ২৬০ টি বাসসহ ট্রেন ও বিভিন্ন
যানবাহনে ২০ হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক জনসভায় যোগ দেন
ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের অনুসারীরা। একই রঙের টিশার্ট ও ক্যাপ পরে
জনসভায় পৌঁছালে ভিন্ন রকম পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় নেতাদের পাশাপাশি সহজেই নজর কাড়ে কেন্দ্রয়ি নেতাদেরও। সকলে নেচে-গেয়ে
উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগানে
স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ও আরশাদ পারভেজের নামে স্লোগান দিয়ে জনসভাস্থল মুখরিত করে তোলে তার
বিশাল কর্মীবাহিনী।
আরশাদ পারভেজ বলেন, যশোর -৪ নির্বাচনী এলাকা থেকে আমার ২৬০ টি
বাসসহ ট্রেন ও বিভিন্ন যানবাহনে ২০ হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক
জনসভায় যোগ দেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
খুলনার জনসভাটি ছিল গুরুর্তপূর্ণ। প্রধানমন্ত্রীর কাছ থেকে দিক-
নির্দেশনা পেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ
বিরাজ করে।

