শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী আসছেন কাল, যশোরে উৎসবের আমেজ

আরো খবর

অসীম বোস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে বাপক প্রস্তুতি গ্রহণ করেছে যশোর আওয়ামীলীগ। নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির যেকোনো গণসমাবেশের চেয়ে বড় জমায়েত করতে চায় দলটি। যে কারণে পুরো শহরই সমাবেশস্থলে পরিণত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৫ লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
কাল যশোর স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্স এম হুমাযূন কবির কবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর যশোরে আগমনের বার্তায় শুধু যশোর নয়, গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষসহ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা অধির আগ্রহে অপেক্ষা করছেন দেশরতœ প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য। তিনি আশা করেন ঐতিহাসিক এই জনসভায় শুধু দলীয় নেতা কর্মী নয় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি থাকবে। তিনি বলেন সংগঠনের পক্ষ থেকে ৬ থেকে ৭ লাখ মানুষের গণজমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে যে সাড়া লক্ষ করা গেছে এতে উপস্থিতির সংখ্যা আরো বাড়তে পারে। জেলা আওয়ামী লীগের অপর সহ-সভাপতি মেহেদি হাসন মিন্টু বলেন, বৃহস্পতিবারের জনসভা জনসমুদ্রে পরিণত করতে প্রতিদিন সভা সমাবেশ এবং প্রচার প্রচারনা চালানো হচ্ছে। এসময় জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। পাঁচ বছর পর যশোরের নেতা-কর্মীরা তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে জনসভায় যোগ দেবেন বলে তিনি আশা করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করার সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা উৎফুল্য এবং উজ্জিবিত। তিনি বলেন, আশা করছি কালকের জন সভায় বিশ^ বাসীর কাছে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের বার্তা পৌছে যাবে।
বঙ্গবন্ধু ১৯৭২ সালে এই স্টেডিয়ামেই বক্তব্য দিয়েছিলেন। এই কারণেই লাখ লাখ মানুষের অবস্থান নিশ্চিত করতে স্টেডিয়ামের পশ্চিম পাশের গ্যালারি ভেঙে আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ ও পৌর পার্কের একাংশের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে দেয়াল লিখন, ব্যানার, ফেস্টুন, পোস্টার টাঙিয়েছেন নেতারা। জনসভা সামনে রেখে ইতিমধ্যে একাধিকবার স্টেডিয়াম পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা ও মন্ত্রী। সমাবেশস্থল নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে পুলিশ ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিরাও যশোরে অবস্থান করছেন। গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্ত ব্যবস্থা।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোরের সাধারণ মানুষের মধ্যেও নতুন আশা জেগেছে। তারা মনে করছেন অনেক কিছু চাওয়া- পাওয়ার মধ্যে এবার যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালসহ সিটি কর্পোরেশন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষনা আসবে সমাবেশ থেকে।
সর্বশেষ পাঁচ বছর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন

সর্বশেষ