কেশবপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার বিকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা যুবলীগের আহবায়ক শহিদুজ্জামানের সভাপতিত্বে যুগ্ন আহব্বায়ক আবু সাইদ লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ,পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই.যুবলীগ নেতা সবুজ হোসেন নিরব সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল্যাহ আল মাহফুজ, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, শামীম রেজা সহ নেতৃবৃন্দ।

