নিজস্ব প্রতিবেদক: যশোরেসহ জেলার বিভিন্ন উপজেলায় শরদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান।

দলটি শুক্রবার সকালে মনিরামপুর শ্যামনগর সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এসময় পুজা কমিটির সভাপতি বাবু স্বপন ব্যানার্জীসহ কমিটির কয়েকজন মেম্বর উপস্থিত ছিলেন এবং তারা সুশৃঙ্খল পরিবেশে পূজা করতে পারছেন বলে জানান।

পরে মনিরামপুর চিনেটোলায় সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করে সেখানকার সার্বিক খোঁজখবর নেন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান ও তার প্রতিনিধিবৃন্ধ। এসময় পুজা কমিটির সভাপতি স্বপন কুন্ডু এবং স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে প্রনব রয়,সমীর হালদার উপস্থিত ছিলেন এবং তারা সুশৃঙ্খল পরিবেশে পূজা করতে পারছেন বলে অবগত করেন।
বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পপ্রধান সমন্বয়ক রাশেদ খান এর নেতৃত্বে কুইক রেসপন্সের ১৬জন সদস্য নিয়ে শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত সুধীজনদের সাথে কুশল বিনিময় করে আইন শৃঙ্খলা বিষয়ক সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।

সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর প্রধান সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে কুইক রেসপন্সের ১৬জন সদস্য নিয়ে শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। মন্ডপগুলো হচ্ছে লালদীঘির পাড়,বেজপাড়া পূজা মন্দির,বেজপাড়া শ্রীধর পুকুরপাড়,বেজপাড়া বয়েজ ক্লাব,মেঠো পাড়া,নিউ
বেজপাড়া,আশ্রমমন্দির,চারখাম্বারমোড়,সুধীর বাবু কাঠগোলা,পশ্চিম বারান্দীপাড়া নাথ পাড়া,নীলগঞ্জ শ্মশান। এসময় তারা উপস্থিত সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন এবং আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।

