শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

প্রার্থীতা ফিরে পেলেন আজিজ: ফেসবুকে ’আলহামদুলিল্লাহ’র হিড়িক

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে স্ব-তন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। রোববার নির্বাচন কমিশনে তার দায়ের করা আপিল শুনানী শেষে বৈধ ঘোষনা করা হয়। এর মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে তার আর কোন বধা রইল না।

এদিকে আজিজুল ইসলাম প্রার্থীতা ফিরে পাওয়ায় তার কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা লক্ষ করা গেছে। তারা ’আলহামদুলিল্লাহ’ লিখে ফেস বুকে স্ট্যাটাস দিয়েছে। যা ভাইরাল হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে।

ভালুকঘর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানিয়েছেন, আজিজ ভাইয়ের প্রার্থীতা ফিরে পাবার খবর শুনে আমরা ’আলহামদুলিল্লাহ’ বলে শুকরিয়া আদায় করেছি। একই সাথে  আমরা মিষ্টিও বিতরণ করেছি।

৩ ডিসেন্বর যশোরে মনোনয়নপত্র বাছাইয়ে আয়কর রিটান দাখিলের মুল কপি জমা দিতে না পরায় তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার । পরে তিনি নিয়ম মেনে তাঁর মনোনয়ন পত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।

যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে চমক সৃস্টি করেন। প্রাথমিক বাছাইয়ে তার মেনানয়ন অবৈধ হওয়ায় দুশ্চিন্তায় পড়েন তার সমর্থীতরা। সর্বশেষ রোববার প্রার্থীতা ফিরে পাওয়ায় নেতা কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন।

আরো পড়ুন

সর্বশেষ