ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির প্রাথমিক তালিকায় ধানের শীষের মনোনীত প্রার্থীকে পরিবর্তন করার দাবিতে চৌগাছায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব মোড়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জহুরুল ইসলামের পক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সহ-সভাপতি হুসাইন আহমেদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিদুল ইসলাম।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, স্বাধীনতার পর পেরিয়ে গেছে ৫৪ বছর, তবুও চৌগাছা থেকে কেউ কখনো সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পায়নি, এটাই সবচেয়ে বড় বঞ্চনা। তিনি বলেন, “আমাদের দাবি খুবই পরিষ্কার। চৌগাছা থেকেই এবার মনোনয়ন দেওয়ার জন্য আমাদের জোর দাবি রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে চাই, যাতে চৌগাছার উন্নয়ন ত্বরান্বিত হয়।” তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে একজনকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। আশাকরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবহেলিত চৌগাছার প্রতি দৃষ্টি দিয়ে চূড়ান্ত মনোনয়ন তালিকায় জহুরুল ইসলামকে বিবেচনা করবেন।”
অন্যদিকে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, “জহুরুল ইসলামের ডাকে আজকের সমাবেশে যে জনস্রোত তৈরি হয়েছে, তা প্রমাণ করে জনগণ ধানের শীষের পক্ষে প্রস্তুত।” তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেকের দায়িত্ব বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। চূড়ান্তভাবে যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা তার পাশে ঐক্যবদ্ধ থাকবো এবং ধানের শীষকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োজিত করবো।”
সমাবেশ শেষে চৌগাছা প্রেসক্লাব মোড় থেকে একটি মিছিল বের হয়। প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মীদের অংশগ্রহনে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মতিউর রহমান মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু ছার, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আলী আকবার, সাধারণ সম্পাদক কবীর উদ্দিন বাবলু, জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মহিদুল ইসলাম, ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালাম, বিএনপি নেতা মজনুর রহমান, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুগ্ম-আহবায়ক আরিফ হোসেন অপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন, যুবদল নেতা মাষ্টার কামরুল ইসলাম, মাহফুজুর রহমান পলেন, এম ইলিয়াস আলী, শিমুল রহমান, নাজমুল ইসলাম, কৃষক দলের সভাপতি আজগর আলী, সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বিএম বাবু, আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, ইমরান নাজির, ইমরান হোসেন, নারায়নপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, রোবায়েত সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন বিকেলে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নির্বাসখেলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম শওকত আলীর কবর জিয়ারত করেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

