অভয়নগর(প্রেমবাগ)প্রতিনিধি।
নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপাদি গ্রামের ফসিয়ার রহমানের ছেলে ইমন (২৪) নামে এক যুবকের ৫বছরের প্রেমের সম্পর্ক মিথ্যা বলায় প্রেমিকার সামনে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মহাকাল কলেজ ছুটি হওয়ার পর মেয়েটি কলেজ থেকে বের হয়ে আসার পর ছেলেটি মেয়েটির হাত ধরে গল্প করতে করতে চেঙ্গুটিয়া রেলস্টেশনের রাস্তার দিকে যেতে থাকেন।
কিছু সময়ের ভেতরে তারা দুজন আবার চেগুটিয়া বাজারেরে দিকে চলে আসেন এবং গাজী পাসপোর্ট এর সামনের দেয়ালে ছেলেটি ঘুসি মেরে তার পকেটের থাকা বায়োগার্ড নামের একটি কীটনাশকের বোতল বের করে খেয়ে ফেলে।
জানা গেছে, ছেলে ও মেয়েটির বাড়ি ধোপাদী গ্রামের একই এলাকা। মেয়েটির নাম বৃষ্টি (২১)সে মহাকাল পাইলট কলেজিয়েট স্কুলের একাদশ বর্ষের ছাএী।
মেয়েটির কাছে জিজ্ঞাসা করলে মেয়েটি বলেন, ওই ছেলেকে আমি এমনি চিনি কিন্তু তার সঙ্গে আমার কোন প্রেমের সম্পর্ক ছিল না।
ছেলেটির মায়ের অভিযোগ বৃষ্টির সাথে আমার ছেলের অনেকদিনের সম্পর্ক। আমার ছেলে ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে।
মাঝে তাদের সম্পর্কে একটু ঝামেলা চলছিল কিন্তুু পরে আবার সেটা ঠিক হয়ে যায়।
আজ হঠাৎ করেই মেয়েটির সঙ্গে দেখা করে মেয়েটিকে যখন সম্পর্কের কথা অস্বীকার করে তখন আমার ছেলে রাগের মাথায় বিষ পান করে।
ছেলেটিকে বিষপান রত অবস্থায় চেঙ্গুটিয়া বাজারের বাসিন্দারা গাড়িতে উঠিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসারত ডাক্তার প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে হসপিটালে ভর্তি করিয়ে নেন। এখন ছেলেটির অবস্থা আগের থেকে অনেকটা স্বাভাবিক বলেই জানা গেছে।

