শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

প্রেমের টানে ভারতীয় যুবক বেনাপোলে

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:প্রেম শোনেনা ধর্মের কাহিনী  মানেনা কোন বাধা। নেই তো কোন সময় অসয়।  সবি যেন দেখে সাদা। সীমান্তের বাধাই কাল হয়েছে পরদেশি এক প্রমিকের। অল্পের জন্য প্রানে বেঁচে গেছে বাংলাদেশী প্রেমিকা। বেনাপোল পোর্ট থানায় ঠাই হয়েছে তাদের। সোমবার বিকালে বেনাপোল সীমান্তের বন্দর প্যাসেজ্ঞার টার্মিনালের অভ্যান্তরে ঘটে এই যুগলের বিওত্তি।

 পুলিশ ও স্থানীয়রা জানান; ভারতের  উত্তর ২৪ পরগনার গায়ঘাটা থানার পাঁচপোতা  তেতুল বাড়ীয়া গ্রামের চিন্নয় অধিকারীর সাথে ফেসবুকে পরিচয়ের পর প্রেমপ্রনয়ে জড়িয়ে পড়ে যশোরের বৃষ্টি নামের মেয়েটি। ঘনিষ্ট বাড়ে তাদের। চিন্ময় পাসপোর্ট ভিসা নিয়ে ছুটে আসে বাংলাদেশে।  কয়েকদিন ধরেই একত্রে সময় কাটিয়ে প্রমিকাকে নিয়ে বেনাপোলে আসে চিন্ময়। কথা ছিল বিবাহের। তবে ভারতীয় এই প্রতারক যুবক সীমান্তে বৃষ্টিকে রেখে  ভারতে যাওয়ার চেস্টা করলে মেনে নিতে পারেনি বৃষ্টি।সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে প্যাসেজ্ঞার টার্মিনালের সামনেই উভয়ের মধ্যে হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে প্যাসেজ্ঞার টার্মিনালের পাশেই গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিকা। এসময় কাপুরুষের মতো নির্বাক ছিল প্রেমিক চিন্ময়। বিষয়টি আঁচ করতে পেরে দায়িত্বরত আনসার সদস্য  ও বিজিবি এবং স্থানীয়রা মৃত্যুর হাত থেকে তাকে উদ্ধার করে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ভারতীয় যুবককেও তুলে দেওয়া হয় পুলিশের হাতে। উপস্তিত দর্শকদের সামনে তারা স্বামী স্ত্রী বলে পরিচয় দেয়।
পরে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা৷ বন্দর প্যাসেজ্ঞার টার্মিনাল ইনচার্জ  মো: নাহিদ হোসেন জানান ঘটনাটি দুঃখজনক। অল্পের জন্যে বেঁচে গেছেন মেয়েটি। ভারতের যুবকের ফাঁদে পড়ে এমন ঘটনাটি ঘটেছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানার এস আই লিংকন কুমার সরকার জানান. তাদেরকে থানায় নেওয়া হয়েছে। অসুস্থ্য বৃষ্টিকে চিকিৎসা দেওয়া হবে। এ বিষয়ে অভিযোগ করা হলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
মেয়েটি ভারতীয় ছেলেটিকে বিয়ে করতে চান বলে বার বার উপস্থিত প্রশাসন ও সর্বসাধারনকে জানিয়েছেন। এ ঘটনাটি স্থানীয়দের মধ্যেও নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ