নিজস্ব প্রতিবেদক: শনিবার ছিল প্রেসকাব যশোরের ফ্যামিলি ডে। এবার ফ্যামিলি ডে’র দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয় নড়াইলের চিত্র রিসোটে। বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতানের স্মৃতি বিজড়িত চিত্রা নদীর তীরে দিনটি বেশ মজা করে কাঠিয়েছেন প্রেসক্লাব পরিবারের সদস্যরা।

সব থেকে বেশী আনন্দ উল্লাসে মেতে ছিলেন শিশু, কিশোর-কিশোরী এবং তাদের মায়েরা। তাদের জন্য ছিল ভরপুর বিনোদনের ব্যবস্থা। এসবের মধ্যে ছুটির দিনটা বেশ জমজমাট কাটিয়েছে তারা।
এই উৎসব আয়োজনে ভাগ বসান তাদের অভিভাবকরাও।যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম মিলন ও তাঁর পত্নিসহ নাড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের এবারকার আয়োজনে নতুনমাত্রা যোগ হয় নৌ ভ্রমণ। ক্রিকেটের বরপুত্র মাশরাফির স্মৃতিধন্য আঁকা বাঁকা পথে বয়ে যাওয়া চিত্রার বুকে নৌভ্রমন চলে প্রায় দু’ঘন্টা।
শেওলাভরা চিত্রার দুকুলে দেখা যায় জেলে পল্লী,এসএম সুলতানের বজ্রা,শিশুস্বর্গ এবং সবুজ শ্যামল পল্লীর নয়নাভিরাম দৃশ্য। যা অনেকের মন ছুঁয়ে যায়।

ভিন্নমাত্রার এই নৌ-ভ্রমন উপভোগ করার পর পরিবেশন করা হয় দুপুরের খাবার। মেনু ছিল কাচ্চি বিরানি। নাম করা বাবুর্চির সুস্বাদু রান্না কবজি ডুবিয়ে খেয়ে সবাই তৃপ্ত হলেও একটু বিরক্তিতে ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাজেদ রহমান বকুল। তিনি খুজছিলেন সাদা ভাত। কিন্তু তাকে তা পরিবেশন করা সম্ভব হয়নি।

খাবারের পর শুরু হয় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেসকাব সদস্যদের অংশ গ্রহণে হাড়ি ভাঙ্গা খেলায় সব থেকে বেশি মজা হয়। প্রেসকাব সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ সিনিয়র সদস্যরা এই খেলায় অংশ নিয়ে ব্যার্থ হলেও তা ছিল অতিব হাস্য রসের।

এছাড়া মহিলাদের বালিশ খেলাও ছিল বেশ মজার। সর্বশেষ র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সঙ্গিতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবছরের ফ্যামিলি ডে। র্র্যাফেল ড্রয়ায় প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি রঙিন টিভি জিতে নিয়েছেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলুর কণ্যা।

এছাড়া আরো ২৯ জন রে র্যাফেল ড্রয়ার পুরস্কার পেয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রয়ায় সদস্যরা বলেছেন, সামান্য কিছু ক্রটি ছাড়া সব আয়োজন ছিল প্রাণবন্ত। নানা কর্মব্যস্তার মধ্যে স্মৃতির পাতায় যুক্ত হলো আরো একটি আনন্দমুখর দিন।

