শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

প্রয়াত রওশন আলী ও খাঁন টিপু সুলতানের স্মরণে দোয়া মাহফিল

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ যশোর জেলা আওয়ামী লীগের প্রয়াত প্রবাদ পুরুষ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রওশন আলী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান টিপু সুলতান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার বিকেল ৫টায় প্রেসক্লাব যশোরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী খলিলুর রহমান, প্রয়াত সংসদ সদস্য রওশন আলীর পুত্র ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমিরুল ইসলাম রন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হোসেন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য প্রদীপ দাস, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম ও শাহাজাদা নেওয়াজ, সাবেক ছাত্রনেতা আরাফাত রহমান বাসিত ও কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খাঁন।

এ সময় বক্তরা বলেন, যশোরে আওয়ামী লীগ গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রওশন আলী ও খাঁন টিপু সুলতানের ভূমিকা ও অবদান অপরিহার্য। মহান মুক্তিযুদ্ধে তাদের অসামান্য ভূমিকা রয়েছে। প্রয়ত রওশন আলী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আর খাঁন টিপু সুলতান ছিলেন তার সহযোদ্ধা। তাই তাদের কথা বলে শেষ করা যাবে না। এই দুই নেতা শুধু আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে; সেটা নয়। এই দুই নেতা মানবকল্যাণে সব সময় মানুষের পাশে থেকেছেন। দুঃখি মানুষের কাথ শুনেছেন। তাদেরকে উপকার করেছেন। দুই নেতার জীবন সংগ্রম থেকে শিক্ষা নিয়ে আমাদের যশোরকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

আরো পড়ুন

সর্বশেষ