শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে ওসিকে দুদকে তলব,আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আরো খবর

ফরিদপুর প্রতিনিধি:দুর্নীতি ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণসহ কয়েকটি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে তলব করেছে দুদক।

বুধবার ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে ওসি এম এ জলিলকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, ওসি এম এ জলিলের বিরুদ্ধে কোতোয়ালি থানা সংলগ্ন পুলিশ স্কয়ার মার্কেট নির্মাণে দুর্নীতি, থানায় ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ, জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে তাকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এম এ জলিলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত চলছে জানিয়ে দুদকের উপপরিচালক বলেন, তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব নয়।

তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি থানার ওসি জলিল।

তিনি বলেন, “পুলিশ স্কয়ার মার্কেটের নিয়ে বেনামি চিঠির বিষয়ে আমাকে দুদকে ডেকেছিল। অভিযোগের বিষয় হল অর্থ আত্মসাৎ। কিন্তু মার্কেটটি তো সাবেক এসপি আলিমুজ্জামান থাকাকালে হয়েছে, টাকাও ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। এখানে এক টাকাও এদিক-সেদিক হয়নি।”

তবে অবৈধ সম্পদ অর্জন বা তার বিরুদ্ধে আনা অন্য অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

আরো পড়ুন

সর্বশেষ