শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ফাইজারের টিকা নিয়ে নতুন সুসংবাদ দিলেন ইসরায়েলি গবেষকরা

আরো খবর

এবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে নতুন সুসংবাদ দিলেন ইসরায়েলের গবেষকরা।

তাদের দাবি, এই টিকা শুধু করোনামুক্তদের জন্য নয়, বরং যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের জন্যও কার্যকরী। আক্রান্তদের উপসর্গ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই টিকা।

দেশটির ক্ল্যালিট গবেষণা ইন্সটিটিউট এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। খবর স্কাই নিউজ ও সিএনএন’র। 

প্রতিষ্ঠানটি দাবি করেছে, পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে বাস্তবেও ফাইজারের ভ্যাকসিন করোনা প্রতিরোধ করতে সক্ষম। প্রায় ১২ লাখ মানুষের ওপর গবেষণা করেছে প্রতিষ্ঠানটি। এর অর্ধেককে ফাইজারের টিকা দেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, আক্রান্ত যারা টিকার দুই ডোজ নিয়েছিলেন তাদের মধ্যে উপসর্গ প্রায় ৯৪ শতাংশ কমেছে। গুরুতর অসুস্থতা ৯২ শতাংশ পর্যন্ত কমেছে বলেও গবেষণায় দেখা যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ