শার্শা প্রতিনিধি: সোমবার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে ‘ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ’ এর বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যশোরের শার্শার কৃতি সন্তান নাজমুল হাসান যুগ্মসম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রযুক্তিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক । আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ফার্মেসি কাউন্সিলের সাবেক সহ-সভাপতি সুভাষ সিংহ রায় সহ সর্বস্তরের গ্রাজুয়েট ফার্মাসিস্টগন।
নির্বাচনে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মো: আমিনুল ইসলাম সভাপতি এবং জে এম এ হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হলেন,সহ সভাপতি অধ্যাপক ড. সমীর কুমার সাধু, , যুগ্ম সাধারণ সম্পাদক: মো: নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক: ড. মো: রায়হান সরকার, অর্থ সম্পাদক: মোঃ হারুন-অর রশিদ, দপ্তর সম্পাদক: অধ্যাপক ড. শেখ জহির রায়হান, প্রচার সম্পাদক: মোঃ আজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, কার্যনির্বাহী সদস্য মোঃ শামীম আলম খান, ড. রাজিয়া সুলতানা, ড. কিশোর মজুমদার, সাদেক আহম্মেদ সৈকত, মোঃ রাশেদুজ্জামান সর্দার।
উল্লেখ্য, বাংলাদেশের সকল গ্রাজুয়েট ফার্মাসিস্টদের নিবন্ধিত প্রাচীন সংগঠন ‘ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ’।
স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালে সেই সময়ের গ্রাজুয়েট ফার্মাসিস্ট দের কে নিয়ে ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন, বাংলাদেশ এর পথ চলা শুরু হয়, সেই থেকে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আ ব ম ফারুক।
