সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

ফাহিমের মনোমুগ্ধকর বাইক স্টান্ট শো

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারী মাইকেল মধুসূদন (এম এম) কলেজ প্রাঙ্গণে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিলো একদল তরুণ-তরুণী । বর্তমান সময়ের জনপ্রিয় বাইক স্টান্ট রাইডার আর এস ফাহিম চৌধুরী ও তার দলের স্টান্ট দেখতে মানুষের উপচেপড়া ভিড় বলে দেয় তারুণ্য চাইলে সবই পারে। মনোমুগ্ধকর এই বাইক স্টান্ট শো’র মিডিয়া পার্টনার দৈনিক কল্যাণ।
সিনেমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় হলিউড, বলিউডের উড়ন্ত মোটর সাইকেল কিংবা চোখ ধাধানো স্টান্ট যে শুধু কল্পনা নয় এই আয়োজন তা প্রমাণ করেছে।
গতকাল সোমবার বিকালে যশোর এম এম কলেজ প্রাঙ্গণে জনপ্রিয় এই বাইক স্টান্ট রাইডার শত শত দর্শককে তার বাইকের জাদুকরী স্টান্ট দেখিয়ে মুগ্ধ করেছে। এ সময় উপস্থিত দর্শকরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন।
উপস্থিত এক শিক্ষার্থী জানান, তার দীর্ঘদিনের আশা আজ পূর্ণ হলো স্বপ্নের বাইকারের সাথে দেখা করতে পেরে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন আয়োজন যশোরের নতুন বাইক স্টান্ট রাইডারদেরকে অনুপ্রাণিত করবে।
আর এস ফাইম চৌধুরী ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একজন বাইক স্টান্ট রাইডার হিসাবে নিজেকে দেশে ও দেশের বাইরে পরিচিত করবেন, তাই স্কুল জীবন থেকেই প্রথমে সাইকেল রাইডিং থেকে শুরু করেন, গড়ে তোলেন নিজস্ব একটি দল। দীর্ঘ অনুশীলন ও বিভিন্ন বাধা অতিক্রম করে হয়ে ওঠেন জনপ্রিয় বাইক স্টান্ট রাইডার।
শুরুর দিকটা মোটেও সহজ ছিলো না, সব সময় জীবনের ঝুঁকি নিয়েই এই স্টান্ট করতে হয় অনেকবারই স্টান্ট করতে যেয়ে আঘাত পেতে হয়েছে। তবে স্বপ্ন পূরণে কখনো থেমে থাকিনি তাই আজ মানুষের এত ভালোবাসা পায় এম এম কলেজ প্রাঙ্গন থেকে এমনটায় জানাচ্ছিলেন জনপ্রিয় বাইক স্টান্ট রাইডার আর এস ফাহিম চৌধুরী । নতুন বাইকারদের উদ্দ্যেশে করে তিনি বলেন, বাইক স্টান্ট মোটেও কোন সহজ কাজ না তাই দক্ষ প্রশিক্ষকের পরামর্শ ছাড়া কখনোই স্টান্ট করা যাবে না।
আয়োজন শুরু হবার পর এম এম কলেজ প্রাঙ্গনে মানুষের ঢল নামতে শুরু করে । এ সময় উপস্থিত দর্শকরা ফাহিম চৌধুরীর সাথে দেখা করার জন্য বিশৃংখলা সৃষ্টি করলে আয়োজক রিপন অটোস আকস্মিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ