শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

‘ফিলিস্তিনিদের অধিকার আদায়ে পাশে আছে সৌদি’

আরো খবর

ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি অর্জনের জন্য সৌদি আরব পাশে আছে বলে উল্লেখ করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি বলেছেন, ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর সংঘর্ষের ‘বিস্তৃতি’ রোধ করতে তিনি কাজ করছেন।

আজ মঙ্গলবার ভোরে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রাউন প্রিন্স বলেন। খবর এনডিটিভি’র।

সরকারি সৌদি প্রেস এজেন্সি জানায়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আব্বাসকে আরও বলেন- ফিলিস্তিনি জনগণের সুন্দর জীবনের বৈধ অধিকার অর্জন, তাদের আশা-আকাঙ্ক্ষা ও ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি অর্জনের জন্য তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে সৌদি।

ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড চালান হামাস সদস্যরা। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

আরো পড়ুন

সর্বশেষ