সাতক্ষীরা প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ অক্টোবর)সকালে শহরের নিউ মার্কেট মোড়ে জেলা হাফেজ পরিষদ ও নিউ মার্কেট ব্যাবসায়ীদের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আবুল হোসেন, নিউ মার্কেট ব্যাবসায়ী এস এম মোতালেব হোসেন, হাফেজ মাওলানা মো.জাহাঙ্গীর আলম, মুফতি হাফিজুর রহমান, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা জাকির হোসেন জাফরি, মাওলানা মনোয়ার হোসেন ফিরোজ, মাওলান তাওহিদুর রহমান, হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী প্রমুখ।
মানববন্ধন শেষে ফিলিস্তিনসহ সারাবিশ্বের মুসলমানদের মধ্যে শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

