ভ্রাম্যমাণ প্রতিনিধি মণিরামপুর:ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মণিরামপুরে উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিশাল একটি মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিল টি শেষ হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মণিরামপুর মাসনা মাদরাসার নাযেমে তালিমাত ও শায়খুল হাদীস এলাহী বখশ্ মাদরাসার পরিচালক মুফতী আশফাকুল আনওয়ার ইয়ামিন দাঃবাঃ , এছাড়াও বক্তব্য রাখেন মাদানীনগর মাদরাসার সুযোগ্য মুহতামিম মাওলানা রশীদ বিন ওয়াক্কাস এছাড়াও বিক্ষোভ সমাবেশে মণিরামপুরের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম শিক্ষক ছাত্র সহ ধর্মপ্রাণ মুসলমান তৌহিদী জনতার ঢল নামে।

