শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ফেসবুকে প্রেম: দেখা করতে এসে বান্ধবীর ৩০ লাখ টাকার গহনা নিয়ে চম্পট

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক নারীর সঙ্গে দেখা করতে এসে তাঁর ৩০ লাখ টাকার সোনার গহনা নিয়ে পালিয়েছেন এক যুবক। এনিয়ে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
মামলাটি করেছেন শহরের পুরাতন কসবা এলাকার আসমা খাতুন। আসামি করা হয়েছে চট্টগ্রামের লক্ষ্মীপুর উপজেলার উত্তর লাইনের চরমনী গ্রামের আবু তাহেরের ছেলে আবুল কাছেদকে (বর্তমানে ঢাকার সাভারের ডেইরি ফার্ম এলাকায় বসবাসরত)।
মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকে গত ২০ জুলাই আসমা খাতুনের সঙ্গে কাছেদের পরিচয় হয়। এরপর হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ চলছিল। গত ২০ সেপ্টেম্বর সকালে কাছেদ যশোরে এসে তাঁদের ধর্মতলা এলাকার এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। দুপুরে খাবারের পর আসমা পাশের রুমে গেলে সুযোগে কাছেদ তাঁর ব্যাগে থাকা প্রায় ১৫ ভরি সোনার গহনা—বালা, চেইন, নেকলেস, দুল ও ব্রেসলেটসহ মোট ৩০ লাখ টাকার অলংকার নিয়ে পালিয়ে যান।
এরপর থেকে কাছেদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। আসমা খাতুন পরে কোতোয়ালি থানায় মামলা করেন।

আরো পড়ুন

সর্বশেষ