শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌগাছার নবীন ছাত্র লীগ নেতা হাসপাতালে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের নবাগত যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন ফেসবুকে বিদায়’ সহ দুটি স্ট্যাটাস লেখার পর অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি আত্মহত্যার চেষ্টা না অসুস্থ্যতা তা নিয়ে চলছে আলোচনা। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশংকামুক্ত।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে গত রোববার দুপুরে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের নবাগত যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হলো-“ভালো থাকুক প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ থেকে বিদায় নিচ্ছি ছাত্র রাজনীতি থেকে। আমি চৌগাছার সকল নেতা-কর্মীদের কাছ থেকে মা প্রার্থনা করছি। অতীতে আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন। এটাই হয়তো আমার জীবনের শেষ পোষ্ট। ভালো থাকুক সকলেই। এই স্ট্যাটাসের পরপরই তিনি মাত্র একটি শব্দ দিয়ে আরো একটি স্ট্যাটাস দেন। সেটি হলো ‘বিদায়’। দুটি স্ট্যাটাসের কমেন্ট বক্সে নানা মন্তব্য করেন অনেকে।
ছাত্রলীগের একাধিক নেতা জানান,ফেসবুকের মাধ্যমে দুটি স্ট্যাটাস পাওয়ার পরপরই আমরা তাকে খুঁজতে থাকি। তার ফোনে বারংবার ফোন দেয়া হলেও রিসিভ করা হয়নি। এ অবস্থায় সহকর্মীরা বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতাকে খোঁজখবর নিতে থাকে। তারপরও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। একপর্যায় তারা জানতে পারে চৌগাছা সরকারি কলেজের একটি কে অচেতন অবস্থায় রয়েছে ফিরোজ হোসেন। এই খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নবাগত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দ্রুত ছুটে যান এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের নবাগত কমিটির যুগ্ম আহবায়ক হাসান রেজা, আব্দুল করিম, রুবেল হুসাইন, শফিউর রহমান রাথিক জানান, শনিবার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ চৌগাছা উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছে। এতে আমরা ুব্ধ হয়ে ওই দিনই চৌগাছা উপজেলা এলাকায় বিােভ মিছিল করি। কমিটিতে অর্থ বানিজ্য ও স্বজনপ্রীতি করা হয়েছে। ঘোষিত এই কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। কমিটি নিয়ে আমরা বেশ চিন্তিত আছি।
নেতৃবৃন্দ আরো বলেন রবিবার বেলা ১১ টায় এ নিয়ে আমাদের সংবাদ সম্মেলনের কথা ছিল। সংবাদ সম্মেলন নিয়ে আমাদের প্রস্তুতিও চলছিল। এই অবস্থায় হঠাৎ করে ফোনে ফিরোজ হোসেনকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ফেসবুকের স্ট্যাটাস দেখে আমরা খুঁজাখুঁজি করি। একপর্যায় সরকারি কলেজের একটি রুমে অচেতন অবস্থায় আমরা ফিরোজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ লুৎফুন্নেসা জানান, হাসপাতালে আনা ফিরোজ হোসেন সম্পূর্ণ সুস্থ্য। তার কোন সমস্যা নেই।
এদিকে ছাত্রলীগ নেতার ফেসবুকে রহস্যজনক দুটি পোস্ট নিয়ে নানা আলোচনা চলছে। তবে পোস্ট দেয়া আলোচিত ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আমার এ্যাজমা ও হার্টের একটু সমস্যা আছে। সেকারনে কলেজের হোস্টেলে ছোটভাই সুমনের ওখানে ছিলাম। ছাত্রলীগের নেতৃবৃন্দ আতংকিত হয়ে জোর করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। ফেসবুকে হতাশাজনক স্ট্যাটাস দেয়ার কারন কি জানতে চাইলে তিনি বলেন, আত্মহত্যা করব বা মারা যাব এমন স্ট্যাটাস দেয়নি। সংগঠন থেকে বিদায় জানিয়ে এটা লিখেছি।#

আরো পড়ুন

সর্বশেষ