শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বই প্রকাশের আগেই আলোচনায় ব্রিটনি

আরো খবর

আগামী ২৪ অক্টোবর প্রকাশ হবে পপ তারকা ব্রিটনি স্পেয়ার্সের স্মৃতিকথামূলক বই ‘দ্য ওমেন ইন মি’। কিন্তু বইটি প্রকাশের আগে তুমুল আলোচনায় ব্রিটনি এবং তার লেখা এ বই। আর এ আলোচনার মূল কারণ বইয়ে উল্লেখ করা বিভিন্ন তথ্য। তবে এ আলোচনা নিয়ে মোটেই খুশি নন ব্রিটনি।

জানা গেছে, জাস্টিন টিম্বারলেকের সঙ্গে তার অস্থির সম্পর্ক, তার গর্ভপাত, স্বল্পস্থায়ী অভিনয় ক্যারিয়ার এবং সংরক্ষকতা সম্পর্কে দেওয়া তথ্যগুলো যেভাবে মার্কিন গণমাধ্যম প্রকাশ করছে তাতে অসুন্তুষ্ট হয়েছেন ব্রিটনি।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এ বইয়ের মাধ্যমে কোনোভাবেই কাউকে বিরক্ত করতে চাইনি। আমি তখন যেমন ছিলাম, আমার যে অতীত, সেটাই বইয়ে উল্লেখ করেছি! কিন্তু এখন আমি যে শিরোনামগুলো পড়ছি, তা আমার পছন্দ হচ্ছে না। ঠিক এই কারণেই আমি চার বছর আগে ব্যবসা ছেড়ে দিয়েছিলাম!

আরো পড়ুন

সর্বশেষ