শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বগুড়ায় জাতীয় সংগীত অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে উদীচীর সমাবেশ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:বগুড়ায় জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে হামলা ও উদীচী কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে যশোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে জজ কোর্ট মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সভাপতিত্ব করেন উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু।

বক্তারা বলেন, ’৭১-এর পরাজিত শক্তি আবার সক্রিয় হয়েছে এবং স্বাধীনতা আজ বিপন্ন। এ পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।’

সমাবেশে সংহতি জানান একরাম উদ দ্দৌলা, আজিজুল হক মণি, সানোয়ার আলম খান দুলু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, নওরোজ আলম খান চপল, হাফিজুর রহমান, আনোয়ারুল কবীর সোহেল, বাসুদেব বিশ্বাস, আব্দুর রহিম ও পরিতোষ বাউলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন সাজেদুর রহমান বিপ্লব, হারুন অর রশিদ, মাহমুদ হাসান বুলুসহ অনেক সাংস্কৃতিক কর্মী।

আরো পড়ুন

সর্বশেষ