শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর হাতে গড়া যশোরের বিজয় স্তম্ভ আরো নান্দনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে…. প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া যশোরের বিজয় স্তম্ভ সৌন্দর্য্য বর্ধন ও আরো নান্দনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে ৩ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, মনিহারের সামনে বিজয় স্তম্ভ রেখেই রাস্তা ফোর লেনের কাজ করা হবে।
বুধবার যশোর কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ,সাংবাদিক,সাংস্কৃতিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন পালবাড়ী রাস্তার কাজ হলে সেখানে গাড়ি পাকির্ংএর ব্যবস্থা করার জন্য জমি অধিকরণ করা হবে।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর-৬,কেশবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরময়ের বীরমুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মণি, রাজেক আহমেদ, আফজাল হোসেন দোদুল, অশোক কুমার রায়,সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, যশোর সাংবাদিক ইউনিরয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি হারুন অর রশীদ।
বৃহস্পতিবার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ,জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ,সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মনিহার এলাকার বিজয় স্তম্ভের জায়গা পরিদর্শন করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ