শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন-মেয়র খালেক

আরো খবর

 এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি:দেশের উন্নয়ন, সম্প্রীতি ও শান্তির জন্য জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। তিনি অনেক ষড়যন্ত্র ও প্রতিকূল অবস্থার মধ্যেও দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারবাহিকতা টিকিয়ে রেখেছেন। বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান হয়ে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার বিকালে চিলা বাজার চত্বর চিলা ইউনিয়ন আ’লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আ: খালেক এসব কথা বলেন।
এসময় চিলা ইউনিয়ন আ’লীগের সভাপতি মিহির ভান্ডারি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন টিটু (ভিপি টিটু), সোনাইলতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার হুমাউন কবির, সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুশার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, ১নং চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, সোনাইলতলা ইউপি ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম সহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা  হয়।

আরো পড়ুন

সর্বশেষ