সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন অনন্তকাল – প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

আরো খবর

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অবদানের জন‍্য অনন্তকাল ধরে বাঙালি জাতি কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

রবিবার (১৯ ডিসেম্বর) তেজগাঁও দুগ্ধ ভবনে জাতীয় সমবায় ইউনিয়ন (মিল্কভিটা) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে কখনোই বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ পেতো না। এই মহানায়কের নেতৃত্বের কারণেই স্বাধীনতা অর্জিত হয়েছে। তার প্রজ্ঞা, মেধা, নেতৃত্ব আর সংগ্রামের কারণে মাত্র নয় মাসেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। জাতির পিতার মত যোগ্য নেতৃত্ব ছিল বলেই দেশটা স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে।

স্বপন ভট্টাচার্য্য বলেন, বঙ্গবন্ধুর ছয় দফাই ছিল বাঙালির স্বাধীনতার মূলমন্ত্র । ছয় দফার পথ ধরেই দেশের স্বাধীনতা এসেছে। অনেকেই বঙ্গবন্ধুকে ছয় দফা থেকে ফিরে আসতে বলেছিল। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন আস্থায় অবিচল। তাঁর দৃঢ় মনোবলের কারনেই ছয় দফা এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের সফল বাস্তবায়ন আজকের এই স্বাধীন বাংলাদেশ।।

বঙ্গবন্ধু কন‍্যার দূরদর্শী নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের বর্তমান অগ্রগতি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,বর্তমানে দেশের মাথাপিছু আয় ২হাজার ৫০০ডলার ছাড়িয়ে গেছে , যেখানে ভারতের আয় এক হাজার ৯৪৭ডলার ও পাকিস্তানের মাথাপিছু আয় এক হাজার ২০০ডলার। আমাদের একশ টাকায় পাকিস্তানের দুইশ টাকা পাওয়া যায়। পাশ্ববর্তী দেশে ভারতের তুলনায় বাংলাদেশের অবস্থানও অনেক ক্ষেত্রে এগিয়ে আছে।

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস‍্য হোসনে আরা বেগম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি, অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু , মিল্কভিটার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ