শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শার্শায় অসহায় নারীদের মাঝে অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ শেখ আফিল উদ্দিনের

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: শার্শায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গরীব অসহায় সুবিধাবঞ্চিত নারীদের মাঝে অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১০ টার দিকে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠান, প্রামান্যচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল, অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।
এসময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর জীবনী নিয়ে বিষদ আলোচনা করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, সমবায় কর্মকর্তা আক্কাস আলী, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অধ্য ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ