নিজস্ব প্রতিবেদক:বঙ্গোপসাগরে সৃস্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র বিরুপ প্রভব পড়েছে যশোরে। বুধবার রাত থেকে অবিরামে চলছে হালকা মাঝারি বৃস্টি।
আকাশ মেঘাছন্ন থাকয় সকাল থেকে সূর্র্যের মুখ দেখা যায়নি। অগ্রায়ণ মাসের হালকা শীতে সাথে টানা বৃস্টি একাকার হয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
বিপাকে পড়েছে নি¤œ আয়ের মানুষ। ঘরে বসে অলস সময় কাটিয়ে দিন পার করেছেন তারা। ক্ষতির মুখে পড়েছে আগাম জাতের সবজী ও রবি শস্যের আবাদ। নিচু রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার গত ৬ ঘণ্টায় যশোর অঞ্চলে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতি আরো এক দিন থাকতে পারে।

