শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বনানীতে স্ত্রীর পাশে শায়িত হবেন গাফফার চৌধুরী

আরো খবর

 

ঢাকায় বনানী কবরস্থানে স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফফার চৌধুরী। প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট অমর একুশের গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরীর মৃতদেহ তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে নেওয়া হবে।

মৃত্যুর আগে তিনি তাঁর কাছের মানুষজন এবং ছেলে-মেয়েদের এমনটাই বলে গেছেন। বনানী কবর স্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে তিনি নিজেই কবরের জায়গা নির্ধারণ করে গেছেন।

গাফফার চৌধুরীর লাশ এখনো বার্নেট হাসপাতালে আছে। তাঁর ছেলে-মেয়েরা সেখানে আছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার মুনা তাসনিম হাসপাতালে গিয়েছিলেন। ঢাকায় দাফনের বিষয়টি হাই কমিশনার নিশ্চিত করে বলেছেন, ‘আগামী কাল ব্রিকলেন মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্থরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে মরদেহ। এবং গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে তাঁর স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। বিমান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁরা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। ’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ