শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বরফ গলল, সেই নির্মাতার প্রস্তাবে রাজি শাকিব খান

আরো খবর

সরি বলে শাকিব খানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটালেন রায়হান রাফী। আগের ব্যবহারে অনুতপ্ত তিনি। নতুন কাজের প্রস্তাব নিয়ে গেলেন অভিনেতার কাছে।

নির্মাতা রাফী বলেন, শাকিব ভাই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। আমি সব সময় বলে এসেছি, তার সঙ্গে কাজ করতে চাই। আমরা একসঙ্গে হলে অবশ্যই ভালো কিছু হবে।

অবশেষে রায়হান রাফীর সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে। শাকিবের অফিসে মিটিংয়ে রাফীর সঙ্গে চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সব কথা পাকা। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষ করেই রায়হান রাফীর ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। বছরের শেষের দিকে এ সিনেমার শুটিং শুরুর কথা জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফী; কিন্তু সিনেমাটি শুরু করতে পারেননি পরিচালক। ফলে নায়কের সঙ্গে পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে। যার প্রমাণ মেলে গত ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির সময়। রাফী একাধিক অভিযোগ নিয়ে এসেছিলেন ‘প্রিয়তমা’ টিমের বিরুদ্ধে। সে সময় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে ভক্তদের মধ্যে কথার লড়াই চলাকালে পরোক্ষভাবে সেই লড়াইয়ে যোগ দেন রাফী ও তার টিমের নায়ক নিশোও।

তখন শাকিব খানকে ইঙ্গিত করে রাফী বলেন, একটা পক্ষ আছে, তারা যখন দেখে ‘আমাদের সিনেমা বাদে অন্য কারও সিনেমা চলে’, যখন দেখছে রায়হান রাফীর সিনেমা সুপারডুপার হিট হয়ে যাচ্ছে, তখন তারা টেনশনে পড়ে গেছে– এবার তো আমার চেয়ারটা শেষ।

ইঙ্গিতে এমন কথা বলার পরই শাকিব খানের সঙ্গে রাফীর সম্পর্কের আরও অবনতি হয়েছিল; যা ক্ষমা চেয়ে ঠিক করে নিলেন পরিচালক।

আরো পড়ুন

সর্বশেষ