একাত্তর ডেস্ক:বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর কিছুদিন আগেই বিয়ে করেছেন । সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। রাজনীতিবিদকে বিয়ে করে বলিউড আর রাজনৈতিক অঙ্গন যেন এক করে দিলেন অভিনেত্রী! স্বরা ভাস্করের বিয়ের অনুষ্ঠানেও সব মিলেমিশে একাকার হতেই দেখা গেল। গত ১৬ মার্চ আয়োজিত হয়েছিল স্বরা ও ফাহাদের বিয়ের অনুষ্ঠান। তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন বড় বড় নেতারা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমন্ত্রণ এসেছিল। কিন্তু নিমন্ত্রণ রা করতে পারেননি মমতা।
ব্যস্ততার কারণে স্বরার বিয়েতে যেতে পারেননি মমতা। তবে লিখিত শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। মমতার ওই চিঠি টুইটারে পোস্ট করেছেন স্বরা। একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন।
নিজের শুভেচ্ছাবার্তার চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘স্বরা ও ফাহাদের বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে আমি দারুণ খুশি। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দুজনের বৈবাহিক জীবন যেন সুখের হয়।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি পেয়ে আপ্লুত স্বরা। টুইটারে সেই ছবি পোস্ট করে স্বরা লিখেছেন, ‘আপনার শুভেচ্ছাবার্তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের রিসেপশনে আপনার উপস্থিতি আমরা ভীষণ মিস করেছি। কিন্তু আপনি যে আমাদের চিঠি মারফত জবাব দিলেন তাতে আমরা আপ্লুত।’
প্রসঙ্গত, স্বরার বিয়েতে হাজির ছিলেন অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী। এ ছাড়া পার্টিতে এসেছিলেন সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চনও। প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ হলেও ধুমধাম করে বিয়ের রিসেপশন হলো স্বরার।

