নিজস্ব প্রতিবেদক:
‘আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে’ যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।সোমবার সন্ধ্যায় শহরের মুজিব সড়কে মিছিল শেষে সংক্ষিপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার প্রধান সমন্বয়ক রাশেদ খান বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা সেখ বশির উদ্দিন যশোরের মানুষ হওয়ায় আমাদের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু শেখ বশির উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত।
তাকে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য করা শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি। তারা অবিলম্বে শেখ বশির উদ্দিনকে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে প্রত্যাহার করার দাবি জানান।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার সদস্য মারুফ হোসেন সুকর্ন, বি এম আকাশ, সোয়াইব হোসেন, আল মামুন লিখন, নুর ইসলামসহ যশোর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

