শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বসুন্দিয়ায় আলিফ মিডিয়া লিমিটেড এর সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত

আরো খবর

 

 বসুন্দিয়া প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া মোড়ে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় ফ্রেন্ডস পার্ক ক্যাফে আলিফ মিডিয়া লিমিটেডের আয়োজনে ‘সাংবাদিকদের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়।
দৈনিক লিখনি সংবাদ ও অনলাইন আলিফ টিভি’র স্টাফ রিপোর্টার ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলিফ মিডিয়া লিমিটেডের আলিফ টিভি ও দৈনিক লিখনি সংবাদ এর সম্পাদক রানা আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন, দৈনিক লিখনি সংবাদের সহ সম্পাদক আতিক হোসেন, প্রেসক্লাব বসুন্দিয়ার প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, দৈনিক লিখনি সংবাদের অপরাধ বিষয়ক প্রতিনিধি উৎপল কুমার ঘোষ, ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ইমামুল হোসেন সহ খুলনা, যশোর ও নড়াইল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলন মেলার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক লিখনি সংবাদের যশোর জেলা প্রতিনিধি এবিএম জীবন। অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের বিবেক সংবাদপত্র ও সংবাদ মাধ্যম দেশের আয়না, তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর সাথে সাথে সততার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও এদেশের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ