শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বসুন্দিয়ার যমুনা ফিডস কোম্পানিকে র‌্যাবের ২৫ হাজার টাকা জরিমানা

আরো খবর

বসুন্দিয়ার যমুনা ফিডস কোম্পানিকে র‌্যাবের ২৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে প্রতারনা মূলক পোল্ট্রি ও ফিসফিড বিক্রির অপরাধে র‌্যাব-৬ যশোর বসুন্দিয়ার যমুনা ফিডস লিমিটেড কোম্পানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
র‌্যাব-৬, যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর সদরের বসুন্দিয়ার যমুনা ফিডস লিমিটেড বগুড়া জেলায় অবস্থিত আলাল পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেড ও যশোর মণিরামপুরের তিতাস ফিড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের নাম ব্যবহার করে প্রতারণা মূলক পোল্ট্রি এন্ড ফিস ফিড ভোক্তাদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছে। এই সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে পৌনে ৫ টা পর্যন্ত র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লেঃ কমান্ডার এম নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ নাজমুল হক, ও মোঃ মাহমুদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যশোর সদর উপজেলা সিনিয়র মৎস পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদারের সমন্বয়ে একটি আভিযানিক দল যমুনা ফিডস লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সদরের পদ্মবিলার মৃত রফিক মল্লিকের ছেলে শাহআলম মল্লিককে (৫২) মৎস ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪৩ এর ১৩ ও ২০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে।

আরো পড়ুন

সর্বশেষ