শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া

আরো খবর

বাংলাদেশের বন্দরে রুশ জাহাজের প্রবেশ বন্ধের প্রতিবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। খবর রয়টার্সের

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে, এ পদক্ষেপ ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনায় বিরূপ প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা কয়েক ডজন রুশ জাহাজকে চলতি মাসের শুরুতে বাংলাদেশের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটম বর্তমানে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। মস্কোকে এই প্ল্যান্টের জন্য সরঞ্জাম সরবরাহের জন্য অনুমোদিত জাহাজ ব্যবহার করতে বলেছে ঢাকা।

আরো পড়ুন

সর্বশেষ