শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বাগআঁচড়ায় নির্মাণাধীন ভবনের ক্যান্টি ভেঙ্গে শ্রমিকের মৃত্যু 

আরো খবর

বাগআঁচড়া প্রতিনিধি:সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামে জাহিদ হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় তার মৃত্যু হয়।
মৃত, জাহিদ হাচান শার্শা উপজেলার পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মোঃ আবুতালেব ছেলে।
জানা গেছে, মৃত জাহিদ হাচান প্রতিদিনের ন‍্যায় নির্মাণ কাজের জন্য উপজেলার বাগআঁচড়া গ্রামের মোঃ কামরুল ইসলামের বাড়িতে যায়। সেখানে কাজ করার সময় ঘরের ছামসেড ভেঙে চাপা পড়ে ঘটনা স্থালে তার মৃত্যু হয়।উক্ত ওয়ার্ডের মেম্বর মজিবুল ইসলাম মজু বলেন কাজ করার সময় দূর্ঘটনায় মৃত্যু বরণকারী ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
জাহিদের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকা মানুষের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম।

আরো পড়ুন

সর্বশেষ