শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বাগআঁচড়ার চার ক্লিনিককে ২২হাজার টাকা জরিমানা

আরো খবর

সাইফুজ্জামান মন্টুঃ বাগআঁআড়া প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় স্বাস্থ্য বিভাগ কর্তৃক চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আল- মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা, জনসেবা ক্লিনিককে ৫হাজার টাকা, বাগআঁচড়া নার্সিংহোমকে ২হাজার টাকা ও মেহেরুন্নেসা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার দুপুরে শার্শা উপজেলাউপ-স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ও উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারজানা   ফেরদৌস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগ, ওয়ার্ড ও কেবিন পরিদর্শন করেন। এছাড়া চিকিৎসক, ডিপ্লোমা নার্স, ল্যাব টেকনোলোজিস্টসহ সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ও কাগজপত্র পর্যালোচনা করেন। প্রতিষ্ঠান ৪টির কাগজপত্র সঠিক থাকলেও অপরিচ্ছন্নতার দায়ে ঐ সব প্রতিষ্ঠানের নিকট থেকে ২২হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার বাগআঁচড়া  পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু সাঈদ।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, স্বাস্থ্য  মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ায় বিভিন্ন ক্লিনিক গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা মোতাবেক ৪টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ