শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতির পিতার ইন্তেকাল,প্রজন্ম একাত্তরের পরিবারের শোক

আরো খবর

বাগআঁচড়া প্রতিনিধি:বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান মন্টুর পিতা বাগআঁচড়া সাত মাইল গ্রামের বাসিন্দা আকবর আলী গাজী (৬৫)৯ ই জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে অত্র এলাকার মানুষ গভীর সমবেদনা প্রকাশ করেছে,মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অনেক গুণাগ্রাহী রেখে গেছেন।
তার মাফিরাতের জন্য  সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার। সাইফুজ্জামান মন্টুর দৈনিক প্রজন্ম একাত্তরের বাগআঁচড়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাইফুজ্জামান মন্টুর পিতার মৃত্যুতে প্রজন্ম একাত্তরের পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ও বার্তা সম্পাদক অসীম বোস মরহুমর আত্নার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ