শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং প্রশিক্ষণ

আরো খবর

এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি রহিমা খাতুন-র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়া পারভিন, সাহিদা আকতার ও কাকলি সরকার। প্রশিক্ষণের শুভেচ্ছা বক্তব্য রাখেন অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী  সুবল ঘোষ টুটুল।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু ও ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার। উপজেলা  অপরাজিতা নেটওয়ার্কের নেতৃবৃন্দ ও  জেলা পর্যায়ের (সিএসও) অপরাজিতা তানিয়া খাতুন, অ্যাডভোকেট লুনা সিদ্দিকী ও জোসনা দেবনাথ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরবর্তী অংশগ্রহণকারীরা আগামী ৩ মাসের কর্মপরিকল্পনা তৈরি করেন।

আরো পড়ুন

সর্বশেষ