বাগেরহাট প্রতিনিধি:শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাগেরহাট আনসার ভিডিপির জেলা কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান হয়।এ-সময় শেখ রাজিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আহমদ ফজলে রাব্বি, উপ মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান ,মোঃ সেলিমুজ্জামান পরিচালক (চঃদাঃ)০৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর খুলনা। তত্ত্বাবধানে মোঃ মাজহারুল ইসলাম ভূইয়া, জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি বাগেরহাট।এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপির জেলা ও উপজেলার সদস্য বৃন্দ।অনুষ্ঠান শেষে ভিডিপির সদস্যা সদস্যদের ৩০টি ছাতা এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।

