এস এম হুমায়ুন,বাগেরহাট:দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটেও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী অপরাজিতা নেটওয়ার্ক ও রুপান্তরের আয়োজনে দিবসটি উদযাপন হয়।
এর আগে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে র্র্যালি ও মানববন্ধন করেন এর পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতা নারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নারী অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি শরিফা হেমায়েত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক উপ পরিচালক সাহেলা পারভিন, জেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সুনিতা ইয়াসমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ফরিদা আক্তার বানু (লুসি) রুপান্তরের জেলা সমন্বয়কারী আতাবুর রহমান টিপু, ফিল্ড অফিসার শিল্পী আক্তার। প

