বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এক্টিভিস্টা বাগেরহাটের উদ্যোগে বুধবার( ০৩ অক্টোবর) বিকাল কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শেখ ইমরানের সঞ্চালনায় বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসারএস এম মোরশেদ, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, সায়েড়া মধুদিয়া স্কুল এন্ড কলেজের অদক্ষ শেখ নজুরল ইসলাম, আমড়া পাড়া স্কুল এন্ড কলের অদক্ষ মোসা: ফারহানা আক্তার , অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি.মারুফ হোসেন তুহিন, প্রকল্পর সমন্বয়কারী খন্দকার মুশফিকুল ইসলামসহ এক্টিভিস্তা বাগেরহাটের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তরা বলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযােগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে আমাদের সকলের।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে ভুমিকা অপরিসীম। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি জলবায়ু পরিবর্তনে ধরানা দেওয়া হয়ে থাকে তা হলে । সামনের প্রজন্ম হুমকিরহাট থেকে রক্ষা পাবে। শুধুই যে শিক্ষা প্রতিষ্ঠান যে বিষয়টা এমন না সবাই কে এখন এই মূহুর্তে সচেতন হতে হবে।

