বাগেরহাট প্রতিনিধি:গেরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ দিন আটকে রেখে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে একজনকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। বুধবার (৯ আগষ্ট) দুপুরে শহরের রেল রোডস্হ শুকতারা হোটেলের একটি কক্ষ থেকে ধর্ষিত ওই কিশোরীকে উদ্ধার সহ তাকে আটক করা হয়।
পুলিশের হাতে আটক সোহেল বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের শেখ নওশের আলী ছুটের ছেলে এবং গোটাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা শেখ পলাশ এর ছোট ভাই। আটক সোহেল এর নামে নাশকতা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ৯ ই আগষ্ট ধর্ষিতার বাবা মোঃ জেলাল শেখ বাদী হয়ে ধৃত সোহেলকে আসামী করে বাগেরহাট মডেল থানায় একটি অপহরন ও ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাসীন আলী বিষয়টা নিশ্চিত করেছেন।

