শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে ১০কেজি গাঁজাসহ কালাম আকন(৫৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত দশ টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকার শ্যামল দত্ত’র চায়ের দোকানের সামনে সড়কের উপর থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা লাগেজ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে  পুলিশ। আটক কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে।

 

 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ