শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

আরো খবর

 বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৫)জুন রাতে বাগেরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে খুলনা র‌্যাব-৬ মিডিয়া সেলের এক  প্রেস রিলিজের মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার কৃত মাদক ব্যবসায়ীরা হলো  কুমিল্লা জেলার মোঃ ফয়সাল মিয়া(২৭), মোঃ জাহাঙ্গির আলম (৩৮)।

   র‌্যাব-৬ জানায়, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি  বাগেরহাট সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন  মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল মিয়া(২৭), মোঃ জাহাঙ্গির আলমকে (৩৮) গ্রেফতার করে।  এ সময়ে গ্রেফতারকৃত আসামীর হেফাজত থাকা ৯০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের একটি কাভার্ড ভ্যান উদ্ধার পূর্বক জব্দ করে  র‌্যাব।

বাগেরহাট সদর মডেল থানায় আসামিদের হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ