শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বাঘারপাড়ায় তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিপুল ফারাজীর পক্ষে আনন্দ মিছিল

আরো খবর

বাঘারপাড়া প্রতিনিধি:আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে যশোর-৪ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী সমর্থিত নেতাকর্মীরা। বুধবার রাতে তফসিল ঘোষনার পর এ আনন্দ মিছিল বের করে তারা। মিছিলটি বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু ও ইকবাল হোসেন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন

সর্বশেষ