বাঘারপাড়াপ্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন যশোর -৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
রোববার বিকেল থেকে রাত পর্যন্ত গাড়িবহরসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বাঘারপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী,বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, রায়পুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করি। এই সম্প্রীতির উদাহরণ দেশময় ও বিশ্বময় ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা করি।’

