শহিদ জয়, যশোর:
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুনজুর রশিদ স্বপনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেলে যশোর শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা।
ডিবি সূত্র জানায়, সম্প্রতি বাঘারপাড়া থানায় একটি মামলায় তার নাম আসার পর থেকে স্বপন আত্মগোপনে ছিলেন। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
আরও জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর। মামলায় মুনজুর রশিদ স্বপনকেও আসামি করা হয়।
বিষ্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ওই মামলায় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়। তাদের মধ্যে রয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা।
অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে বাঘারপাড়ায় নাশকতা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই মামলার ভিত্তিতেই মুনজুর রশিদ স্বপনকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

