নিজস্ব প্রতিবেদক:
বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপি’র ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম রসুলকে বহিষ্কার করা হয়েছে। সোমবার যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা বহির্ভূত ও সংগঠন বিরোধী কর্মকা-ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এখন থেকে বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

